• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাটোরে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন দণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১২, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নাটোরে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন দণ্ড

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন  নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম। মঙ্গলবার বেলা ১১ টার দিকে আসামির উপস্থিতিতে এই আদেশ দেন বিচারক। 

দন্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। 

মামলার এজাহার সুত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় এক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যরাতে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে ডেকে নেয় মেহেদী। পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

নাটোর জজ কোর্টের সরকারী কৌশুলি অ্যাড.আব্দুল কাদের মিয়া জানান, মামলা দায়েরের পর পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতারসহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আরো উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিকটিম ছাত্রী পাবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: