ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় বাবা গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুন্ডে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর নবীকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোয়েন্দা নজরদারির মাধ্যমে মহানগরীর বন্দর থানাধীন মেরিন গেইট এলাকা থেকে বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মামলার বাদী গোলাপী খাতুন এবং মোঃ নুর নবী ২০১৩ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সীতাকুন্ড থানাধীন মাধবপুর এলাকায় বসবাস করে আসছেন এবং সেখানে একটি নতুন বাড়ি কেনেন। গত ১২ এপ্রিল আসামি মোঃ নূর নবী ক্রয়কৃত নতুন বিল্ডিংয়ে কাজের কথা বলে তার ১২ বছরের শিশু কন্যাকে নিয়ে যায় এবং সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে গোলাপী খাতুন তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভিকটিমের মা গোলাপী খাতুন বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় মোঃ নুর নবীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: