সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২৫০ কেজি চিংড়ি মাছ জব্

সাতক্ষীরার শ্যামনগরে ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি পুশকৃত প্রায় ২৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রাম থেকে উক্ত পুশকৃত চিংড়ি মাছসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত দুই জনকে এসময় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত তাদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের কাওছার মোড়লের পুত্র মো. আতাউর রহমান মোড়ল ও শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।
জানা যায়, ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মো. আল মামুনের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের আতাউরের বাড়িতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে মানবদেহের জন্য ক্ষতিকারক প্রায় ২৫০ কেজি জেলি পুশকৃত বাগদা, গলদা ও হরিনা চিংড়ি জব্দ করা হয়। একইসাথে সেখান থেকে এ কাজে ব্যবহৃত সিরিঞ্জ, জেলি ও মেডিসিনসহ বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত দুই ব্যক্তিকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত তাদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করেন। সাজা প্রদান শেষে জব্দকৃত চিংড়ি মাছ গুলো ভ্রাম্যমান আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: