• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

প্রকাশিত: ১৪:১৯, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

ভোলার দৌলতখানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। 

শুক্রবার (২৫ এপ্রিল) কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহামেদ প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে কোস্টগার্ড ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করে। ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ কুখ্যাত ডাকাত আলাউদ্দিন, জহির উদ্দিন বাবর ও লোকমানকে আটক করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানায়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: