• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে নিজ বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১৫:১৮, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে নিজ বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত তানজিনা বেগম স্বামী ও দুই ভাইকে নিয়ে ওই বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানার কর্মী ছিলেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে তানজিনার এক ভাই কাজ থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। পরে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খুলে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। বোনের স্বামীকে আসামি করে পতেঙ্গা থানায় নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: