• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৭, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম (৫০) পৌরসভার ৫নং ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে। 

নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ বলেন, সাইফুল আলম এক মাছ চাষীকে সঙ্গে নিয়ে ভোর ৪টার দিকে অটোযোগে হ্যাচারী থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশে রওনা হয়। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকা পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারী সাইফুলের কাছে থাকা ২০ থেকে ৩০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতের অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। 

তিনি আরো বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: