• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:২১, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার

চট্টগ্রামের ভূজপুর ও হাটহাজারীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে হত্যা,মাদক ও এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।  

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের ভুজপুর উপজেলার হারুয়ালছড়ি থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. লোকমানকে গ্রেফতার করে র‍্যাব। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া এড়াতে দীর্ঘ ৩৪ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল হত্যা মামলার এই আসামি।

এছাড়া শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে হাটহাজারী থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. লিটনকে এবং এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়াকে হাটহাজারী থানাধীন ট্যানারী বটতলা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব -৭। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল এই আসামী। 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর, হাটহাজারী এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: