• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

প্রকাশিত: ১৯:০১, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (২৭ এপ্রিল) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাবেক এমপি মো. জাফর আলমের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আর নৌকায় উঠতে পারেননি জাফর আলম। পরে স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।

বিভি/টিটি

মন্তব্য করুন: