আনসার বাহিনীর সাবেক ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগপত্রে অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানিসহ বেআইনি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অভিযুক্ত সাবেক পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন: ১. মো. ফখরুল আলম – উপমহাপরিচালক (সাময়িক বরখাস্ত)। ২. সৈয়দ ইফতেহার আলী – অতিরিক্ত পরিচালক (সাময়িক বরখাস্ত)। ৩. মুহাম্মদ মেহেদী হাসান – পরিচালক (সাময়িক বরখাস্ত)। ৪. এ কে এম মিজানুর রহমান – সাবেক এডিজি (অবসরপ্রাপ্ত)। ৫. মো. ফিরোজ খান – সাবেক এডিজি (অবসরপ্রাপ্ত)
অভিযোগগুলো ২২ এপ্রিল দুদক চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে দাখিল হয়েছে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগপত্রটি গ্রহণ করে তা যাচাই-বাছাই শুরু হয়েছে।
দুদকে অভিযোগের ব্যাপারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, 'আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাপূর্ণ এবং জাতির নিরাপত্তা ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান। সম্প্রতি বাহিনীর কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত অভিযোগ আমাদের দুঃখিত এবং বিস্মিত করেছে।
এই অভিযোগসমূহ যদি সত্য হয়, তবে তা বাহিনীর শুদ্ধ মানসিকতা ও গৌরবময় ঐতিহ্যের পরিপন্থী। আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)—এর বিষয়ে যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সম্পূর্ণ এই কার্যক্রমকে সহযোগিতা করবো।'
তিনি আরও জানান, 'বাহিনীর বর্তমান নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে চলছে এবং ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'
বিভি/টিটি
মন্তব্য করুন: