চাঁদা আদায়কালে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে ধাওয়া দিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী বিদ্যুত চাকমাকে (৪৪) আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় অপর চার সন্ত্রাসী পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে একটি দেশীয় লাইটগান (এলজি),২ রাউন্ড এ্যামুনেশন, ৩টি শপিং ব্যাগের মধ্যে চাঁদা আদায়ে ব্যবহৃত চার্জারসহ মোবাইল ফোন, আদায়কৃত নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ, চাদা আদায়ের নোটবুক।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে গোয়েন্দা সূত্রে শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী দীঘিনালা-বাঘাইহাট রাস্তায় চাঁদা আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন সদর হতে মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নেতৃত্বে ১টি টহল এবং পুলিশের সমন্বয়ে দুই ভাগে বিভক্ত ঘটনাস্থলে গিয়ে ৫ চাঁদা আদায়কারীকে দেখতে পায়। নিরাপত্তা বাহিনীর টহল দলকে দেখতে পেয়ে চাঁদা আদায়কারীরা পলায়নের চেষ্টা করে ও পাহাড়ের উচু হতে নীচের দিকে লাফিয়ে পড়ে। মেজর নাঈম সন্ত্রাসীদের আটকের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার পাশে পাহাড় হতে নীচের দিকে লাফিয়ে পড়ে একজন সন্ত্রাসীকে ধাওয়া করে। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আরও দুইজন সৈনিক পাহাড়ের লাফিয়ে পড়ে মেজর নাঈম এর সাথে সন্ত্রাসী বিদ্যুত চাকমাকে আটকে সহায়তা করে। এ সময় অপর ৪ জন চাঁদা আদায়কারী বিভিন্ন দিকে ছুটাছুটি করে পাহাড়ের নীচে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
আটক বিদ্যুত চাকমার কাছ থেকে ৩টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এ ব্যাগের মধ্যে চাঁদা আদায়ে ব্যবহৃত চার্জারসহ মোবাইল ফোন, আদায়কৃত নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ, চাঁদা আদায়ের নোটবুক উদ্ধার করা হয়। বিদ্যুত চাকমাকে আটক করে জোন সদরে নিয়ে আসে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জোন সদর হতে মেজর নাঈম এর নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকা তল্লাসীর এক পর্যায়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি লাইটগান (এলজি) এবং ২ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করতে সক্ষম হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: