• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ২২:২২, ২০ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় রাজশাহীতে বাবা সাজ্জাদ হোসেনকে গলাকেটে হত্যা করেছে ছেলে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে মৃতদেহ ফেলে দেওয়া হয়। 

রাজশাহী নগরীর দামকুড়া থানা আসগ্রাম পাটনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতর ছেলে স্বপনকে আটক করে। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন। বুধবার রাতে তাঁর ভাই আব্দুল হাদী থানায় সাধারণ ডায়রি করেন। এর সূত্র ধরে পুলিশ তাঁর ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্তকর তথ্য দেন তিনি। এতে পুলিশের সন্দেহ হয় এবং থানায় এনে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্বপন স্বীকার করেন তিনি তাঁর বাবাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে। পরে মৃতদেহ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে ফেলে দেন।

স্বপনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, এক বছর আগে তাঁর মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য চেষ্টা করছিলেন। তাদের কথা শুনছিল না। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই আশঙ্কা থেকেই তিনি তাঁর বাবাকে হত্যা করেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2