রংপুরে স্কুলশিক্ষার্থী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রংপুর নগরীর কামারপাড়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থী (১৩) মেয়েকে একাধিক বার ধর্ষণের অভিযোগে বাবা মাজেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযুক্ত বাবাকে মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ আটক করে। রবিবার (৬ মার্চ) দুপুরে ওই মেয়ের মা বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। তার মোবাইল থেকে প্রায় ৪০০ পর্নোগ্রাফি ভিডিও লিংক খুঁজে পায় পুলিশ।
অভিযোগকারী ধর্ষক মাজেদের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী মাদকাসক্ত। মেয়েকে বাসায় রেখে সকালে বাসাবাড়িতে কাজে যান তিনি। মেয়েকে বাসায় থাকতে বললে, মেয়ে ঘরে থাকতে চায় না। পরে মেয়েকে মারধর করলে সে বলে, মা বাসায় থাকি কেমন করি, বাবা ভালো না। আমার গায়ে হাত দেয়। মেয়ের মুখ থেকে এ কথা শোনার পর তিনি পুলিশকে সব ঘটনা খুলে বলেন।
আরও পড়ুন:
মেয়েটিকে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মাজেদকে বিকালে আদালতে পাঠানো হয়েছে।
বিভি/এসডি
মন্তব্য করুন: