চট্টগ্রামে প্রতারক চক্রের প্রধান মোরশেদ রানা আটক

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া এবং ইউরোপ–আমেরিকায় পাঠানোর প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান মোরশেদ রানা আবিরকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একাধিক ব্যাংকের চেকবই, এটিএম কার্ড, ৮টি পাসেপোর্ট, স্ট্যাম্প, একাধিক এনআইডি কার্ড এবং বিপুল স্বর্ণালংকার জব্ধ করা হয়।
আরও পড়ুন:
বিকালে র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়-প্রতারক চক্রের প্রধান মোরশেদ রানা আবির মহানগরীর পছন্দমতো এলাকায় অবস্থান করে কিছু নির্দিষ্ট মানুষকে টার্গেট করে। পরে মোবাইলে সামাজিক মাধ্যমে যোগাযোগ তরে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে তাদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্নসাৎ করে নেয়। প্রতারক মোরশেদ রানা নোয়াখালীর লক্ষ্মীপুর সদরের শামসুল হক-এর পুত্র।
বিভি/এনইউটি/এএন
মন্তব্য করুন: