গুলিস্তানে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

এসআই জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, ‘গুলিস্তানের ফুটপাতে ভীড়ের মধ্যে কেউ তাঁর পিঠে ছুরি মেরে চলে যায়। এসময় তিনি পুলিশের পোশাক পরা ছিলেন। ছুরিটি তার পিঠে গেঁথে গিয়েছিলো।’
আরও পড়ুন:
পথচারীরা এসআই জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানান মো. বাচ্চু মিয়া।
আহত জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, তিনি মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাওয়ার সময় পেছন থেকে তাঁকে কেউ ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান বলেন, ‘ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক তাঁকে ছুরি মারে। যুবকটি দৌড়ে পালিয়ে যাওয়ার পর আমরা বিষয়টি বুঝতে পারি।’
বিভি/এএন
মন্তব্য করুন: