রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৬

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতদের কাছে থেকে ২ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ৪৩টি মামলা করা হয়েছে।
বিভি/এএন
মন্তব্য করুন: