• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ.লীগ নেতা টিপুকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১৪:৪৩, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আ.লীগ নেতা টিপুকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

স্ত্রী ও সন্তানদের সঙ্গে টিপু

দুর্বৃত্তের গুলিতে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত টিপুর স্ত্রী সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে এ মামলা করেছেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় (মামলা নম্বর-১৮) মামলা করেছেন। অভিযোগে তিনি কারও নাম উল্লেখ করেননি। 

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনে বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তার ওপর গুলি চালায়। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা। এতে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আরেফিন প্রীতি (২৪) নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয় টিপুর গাড়ি চালক মুন্না (২৬)।

স্থানীয়রা বলছেন, হামলার সময় টিপু একটি গাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2