• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সুন্দরী কুলসুমকে’ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ১৫:৪২, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘সুন্দরী কুলসুমকে’ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

পুলিশের হাতে আটক কুলসুম আক্তার

উঠতি বয়স আর নিজের লাস্যময়ী রূপ পুঁজি করে নেমেছিলেন ব্যবসায়। পেয়েছিলেন বেশ জনপ্রিয়তাও। নিজের আস্তান তৈরি করে সেখানেই গড়ে তুলেছিলেন মাদক কারবারির আস্তানা। তবে কথায় আছে, চোরের দশদিন আর গেরস্তের একদিন। হলোও তাই। পুলিশের ফাঁদে পা দিয়ে আটকা পড়তে হয়েছে কুলসুম আক্তারকে (২৯)।

কুলসুম আক্তার মূলত ‘সুন্দরী মাদক কারবারি’ নামে পরিচিত। শুক্রবার (২৫ মার্চ) রাতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনি গ্রেফতার হয়েছেন। টঙ্গীর নোয়াগাঁও কেরানিরটেক বস্তি থেকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১০টায় কেরানিরটেক বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় টঙ্গীর কুখ্যাত ‘সুন্দরী মাদক কারবারি’ কুলসুম বেগমের আস্তানা ঘেরাও করা হয়। তখন তাকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের সহযোগীরা পালিয়ে যায়।
 
টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, অভিযান চালিয়ে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে কুলসুমকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2