পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেওয়া সেই শিক্ষিকা বরখাস্ত

অভিযুক্ত শিক্ষিকা শামসুন্নাহার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলোচিত পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে নিজের ছেলেকে বিয়ে দেয়ার ঘটনায় শাস্তি পাচ্ছেন ওই শিক্ষিকা মা। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে তাকে সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
সদ্য বহিষ্কৃত শামুসন্নাহার সদর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি নিজের স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে নিজের ছেলের বিয়ে দেন গোপনে। পরে সেটা জানাজানি হওয়ায় এটা নিয়ে হইচই পড়ে যায় এলাকায়।
মোস্তাফিজুর রহমান বলেন, নিজ ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ের বিষয়টি গণমাধ্যম থেকে আমার নজরে আসে। এরপর সোমবার সকালে সরেজমিনে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়েছেন। মঙ্গলবার সকালে শিক্ষিকা শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ২৮ মার্চ সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের নজরে আসে শিক্ষিকা মায়ের এই বিষয়টি। এরপর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু ঘটনা তদন্তে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমা আক্তারকে সরেজমিনে পাঠান। সরেজমিন তদন্তে অভিযুক্ত শিক্ষিকা তার কাছে ঘটনা স্বীকার করেন এবং লিখিত বক্তব্য দেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষিকা শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: