‘ভুয়া মেজর’ পরিচয়ে সাংবাদিককে মারধর, অবশেষে আটক

আটক ‘ভুয়া মেজর’
প্রাডো গাড়িকে সাইট না দেওয়ায় ‘ভুয়া মেজর’ পরিচয়ে সাংবাদিককে মারধর করার অভিযোগে সাদাত উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মারধরের শিকার সাংবাদিকের নাম মাসুদুর রহমান। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক।
আটককৃত ব্যক্তির আসল নাম সাদাত উল্লাহ অংকুর (৫৫)। তিনি হাবিব ব্যাংকে এক সময় চাকরি করতেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তবে আটককৃত ব্যক্তি সেনাবাহিনীর মেজর পদে কখনো চাকরি করেননি। এটি তার ভুয়া পরিচয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকার ৩ নম্বর রোডের ৫ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাসুদুর রহমান জানান, তিনি বিকেলে তার নিজের মোটরসাইকেলটি নিয়ে ধানমন্ডি ৩ নম্বার রোড ধরে একটি কাজে যাচ্ছিলেন। এসময় তিনি সড়কটির ডান পাশ দিয়ে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি এসে তার গতিরোধ করে। তিনি অপেক্ষা করতে থাকেন গাড়িটি তাকে সাইট দিবে। কিন্তু উল্টো গাড়ির মালিক নেমে তাকে গালাগালি শুরু করে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন যুবকসহ নেমে মাসুদুর রহমানকে মারধর করে।
তিনি আরো জানান, তাকে মারধরের আগে গাড়ি থেকে নেমে হামলাকারী সেই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন মেজর পরিচয় দেন। তাঁর সাথে থাকা কয়েকজন যুবকের হাতে ওয়াকিটকি ছিলো। সেই ব্যক্তি নিজেকে মেজর পরিচয় দিলে আশপাশের লোকজন তাকে হামলা থেকে রক্ষা করতে আসেনি।
একপর্যায়ে মাসুদ রহমান বিষয়টির থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হাজির হয়। পরে মেজর সাদাত উল্লাহ পরিচয়দানকারী সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ দিলে মামলা হবে। আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তি একজন ‘ভুয়া মেজর’। তিনি এলাকায় এই পরিচয় দিয়ে দাপটের সঙ্গে চলতেন। তার কোন একআত্মীয় নৌবাহিনীতে চাকরি করে। সেই পরিচয়কে পুঁজি করে এই ব্যক্তি এলাকায় বিভিন্ন জনকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন।
বিভি/এসএইচ/এইচএস
মন্তব্য করুন: