মসজিদের তার চুরি ঠেকাতে গিয়ে চোরের হাতে মার খেলেন ইমাম

মসজিদের তার চুরি করছিল চোর। সেটার প্রতিবাদ করতে গিয়ে উল্টো চোরের হাতে মার খেতে হয়েছে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদকে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীতে। মামুনুর রশিদ চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম হেদায়েতুল আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
মসজিদ কমিটির সদস্য জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মসজিদের বিদ্যুতের তার কেটে নিয়ে যায় এলাকার ইমন (১৬), শিশির (১৪) ও আকিবুল (১৮) নামের তিন কিশোর চোর। চুরি করা তারগুলি এলাকার মিজানুর রহমান নামে ভাংড়ি ব্যবসায়ীর কাছে ৮শ টাকায় বিক্রি করে ওরা।
এলাকাবাসীর অভিযোগ, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভাংড়ির ব্যবসা করে আসছেন। তার অধিকাংশ ভাংড়ির মালামালই আসে সংঘবদ্ধ চোরের নিকট থেকে। শহরে বিভিন্ন স্থানে চুরি যাওয়া মালামাল কম মূল্যে কেনেন তিনি। এ বিষয়ে ভাংড়ি ব্যবসায়ী মিজানের কাছে জানতে ফোন দেয়া হলে কথা বলতে রাজি হননি তিনি।
পরে বৈদ্যুতিক তার চুরির বিষয়ে কিশোরদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে ওই তিন চোর ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে ইমামের ওপর বর্বরোচিত হামলা চালায়। পরে মসজিদ কমিটির সদস্য ও ইমাম চন্দ্রিমা থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
চন্দ্রিমা থানার ওসি এমরান আলী বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে চোরের স্বজনেরা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিলে গ্রেপ্তারকৃত চোরদের ছেড়ে দেয়া হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: