• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদ সামনে রেখে রাজধানীর ৫০ স্পট ছিনতাই-চাঁদাবাজির জন্য বিপজ্জনক

প্রকাশিত: ২৩:০৭, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ঈদ সামনে রেখে রাজধানীর ৫০ স্পট ছিনতাই-চাঁদাবাজির জন্য বিপজ্জনক

প্রতীকী ছবি

ঈদকে সামনে রেখে ঢাকায় বেড়েছে ছিনতাই-চাঁদাবাজি। এই ধরনের প্রায় ৫০টি স্পট খুঁজে পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব স্পটে নজরদারি বাড়ানোর সঙ্গে চাঁদাবাজির পেছনে যারা মদদ দিচ্ছেন তাদেরকেও নজরে রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। 

তিনি জানান, রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীতে চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়েছে। এরা বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনাস্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ছিনতাই-চাঁদাবাজদের মদদদাতা যারা তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীতে প্রায় ৫০টি স্পটে হচ্ছে ছিনতাই-চাঁদাবাজি। এসব স্পটে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া ঢাকার প্রবেশ পথেও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রত্যেক দোকানির কাছ থেকে তারা দৈনিক ৫০০ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।

তিনি বলেন, ওয়ারী থানাধীন কাপ্তান বাজারে চাঁদাবাজি শুরু হয় রাত ১২টার পর, যা চলে ভোর পর্যন্ত। পোল্ট্রি মুরগি বহনকারী কোনো গাড়ি এ বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গাড়ির ধরন ও মুরগির পরিমাণ দেখে নির্ধারণ করা হতো চাঁদার পরিমাণ। যা জোরপূর্বক আদায় করা হয়। চাঁদা না দিলে নানাভাবে হয়রানি, মালামাল আনলোড ও বিক্রিতে দেওয়া হয় বাধা। প্রতি রাতে এখান থেকে আদায় করা হতো কয়েক লাখ টাকা।

রমনা থানার শান্তিনগরে মূলত রাস্তার ধারে ভাসমান দোকান থেকে সকাল-বিকেল দুই শিফটে নির্দিষ্ট হারে প্রতিদিন চাঁদা আদায় করা হয়। এ কাজে চার-পাঁচজনের একটি গ্রুপ জড়িত। প্রতিদিন এখান থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করা হয়।

কমান্ডার মঈন আরও বলেন, লেগুনাস্ট্যান্ডে তাদের কথা মতো কেউ চাঁদার টাকা না দিলে কোনো রুটে লেগুনা চলতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। তখন লেগুনা চালকরা পেটের দায়ে বিনা প্রতিবাদে চাঁদা পরিশোধ করে। এসব চাঁদাবাজকে আইনের আওতায় আনায় নিরীহ দোকানদার ও লেগুনা চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি বলেন, রাজধানীর খিলগাঁওয়ের মালিবাগ রেলগেট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে।

র‌্যাবের মতে, ছিনতাইকারীরা ঢাকার অলিগলিতে ওঁৎ পেতে থেকে পথচারী, রিকশারোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। অপরদিকে ভয় দেখিয়ে লেগুনা, বাস, পণ্য পরিবহনের গাড়ি ও দোকান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারীসহ ১৫টি স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে আরও ছিনতাইয়ে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়।

গতরাতে র‌্যাব-৩ এর কয়েকটি দল একযোগে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করে। এসময় চাঁদাবাজির মাধ্যমে আদায় করা নগদ এক লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা, ৬০টি মোবাইল ও ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- আওয়াল (৪৫), আতিক (৩৫), আলাউদ্দিন (৪৫), ইসমাইল (৫৪), জুয়েল (৪৩), দুলাল (৪৫), বদির উদ্দিন বাবু (৫০), বাবুল (৫২), বাবুল হাওলাদার (৪৯), মোস্তফা হাওলাদার (৫০), সাহেব আলী (৫৪), তানভির (৪০), জালাল হোসেন (৩০), নিয়ামুল হোসেন (২৯), ময়নুল হোসেন (৪৫), মিন্টু খান (২৫), মেনু মিয়া (৩৮), রনি (৩১), রানা (২৪), শরীফ সরকার (৩৫), মহসীন (২৫), রনজিৎ দাস (৪৮), রাসেল শিকদার (২১), হারেজ (৪৩), বাদশা (২৯), আল আমীন সর্দার (২০), শহীদ (২৭), রাজু (৩৫), রফিক (২৫), রোমান (৪২), আকবর (২০), ইমন (১৯), রাব্বি (১৯), হৃদয় (১৯), মো. হোসেন (১৯), আল আমিন (২২), ইসমাইল হোসেন (২২), নাইমুল ইসলাম মিশু (২৫), নুরুল হক (২৫), রতন (২২), রাব্বি (১৯), শফিকুল ইসলাম (২৪), সাগর হোসেন শামীম (২০), উজ্জল মিয়া (২০), আক্কাছ (৫০), ইউছুফ (৩২), জাহিদ (৪৪), মুন্সি মুছা আহমেদ (৫২), রবিন মিয়া (৩২), সাগর (২৭), সুজন (৪৫), সোহাগ মৃধা (৩২) ও সোহেল সরকার (৩১)। এদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2