কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যা মামলার আসামি নিহত

নিহত রাজু
কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজহার নামীয় প্রধান আসামি মো. রাজু র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) রাত ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৩ জন নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন।
বিভি/কেএস
মন্তব্য করুন: