• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আসামি ধরতে গিয়ে টাকা-স্বর্ণালংকার লুট করলো এসআই

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ১৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৪০, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আসামি ধরতে গিয়ে টাকা-স্বর্ণালংকার লুট করলো এসআই

এসআই মাহবুব মোরশেদ

চট্টগ্রামের সীতাকুন্ডে আসামি ধরতে গিয়ে টাকা-স্বর্ণালংকার লুট ও নারীকে হেনস্তার ঘটনায় মাহবুব মোরশেদ নামে এক এসআই’কে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) তাকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম। তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

ভুক্তভোগী ওই নারী লিখিত অভিযোগে উল্লেখ করেন, জায়গা সংক্রান্ত বিরোধে পারিবারিক একটি মামলায় স্বামী গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গত শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর স্বামীকে ধরতে এসআই মাহবুব মোরশেদ, তার সোর্স নুরুজ্জামান ও সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য তাদের বাড়িতে যায়। এসময় এসআই মাহবুব মোরশেদ ঘরে ঢুকে তার স্বামীকে না পেয়ে আলমারির চাবি দিতে বলেন। 

আরও পড়ুন:

তিনি চাবি দিতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে দু’টি লাথি দেন এসআই। ভয়ে চাবি দেওয়ার পর আলমারিতে থাকা এক লাখ ৪২ হাজার টাকা, আধাভরি স্বর্ণালংকার, ঘরে থাকা দু’টি মোবাইল ফোন সেট ও ছেলে-মেয়েদের জন্মনিবন্ধন ও বিভিন্ন শিক্ষা সনদ নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। এসময় বাধা দিলে ছোট ছেলেকে মারধর করা হয়। অভিযোগ আমলে নেন পুলিশ সুপার এস রশিদুল হক।  

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর স্বামী নুরুল ইসলাম পারিবারিক বিরোধের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

বিভি/এনইউটি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2