নিউমার্কেটের সংঘর্ষ: ৬ জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ডিএমপি

নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। যাদেরকে শনাক্তও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে শনাক্ত হওয়া ৬ জনের নাম আপাতত বলা যাচ্ছে না জানিয়ে এই উপ-কমিশনার বলেন, তাদেরকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন:
- রোজায় খেজুর খাওয়ার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন তো?
- এই কয়েকটি কৌশল কাজে লাগালে আপনার পাসওয়ার্ড হবে শক্তিশালী
উল্লেখ্য, নিউমার্কেটের খাবারের দুই দোকানের কর্মচারীদের দ্বন্দ্বে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী জড়িয়ে যায়। ওই ঘটনার জেরে গত সোমবার মধ্যরাতে ব্যবসায়ী-দোকানকর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরের দিন সন্ধ্যা পর্যন্ত চলে।
এতে উভয় পক্ষের শতাধিক আহত হলেও কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ মিয়া ও দোকানকর্মী মোহাম্মদ মুরসালিন নিহত হন। মোশারফ হোসেন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী এখনও আইসিইউতে চিকিৎসাধীন। ওই ঘটনায় দায়ের হওয়া চার মামলার মধ্যে হত্যাকাণ্ডের ধারায় দায়ের হওয়া দু’টি মামলা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
বিভি/এসএইচ/এএন
মন্তব্য করুন: