• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ময়লার ঝুড়ি থেকে ৪ কোটি টাকার স্বর্ণেরবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ময়লার ঝুড়ি থেকে ৪ কোটি টাকার স্বর্ণেরবার উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। 

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে বিমানবন্দরের একটি টয়লেট থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দুই বান্ডেল স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেখানে ৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকার বেশি।  

শফিকুল ইসলাম বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো এয়ারপোর্টের বাইরে নিয়ে চোরাচালানের উদ্দেশে দেশে আনা হয়েছে। কিন্তু কাস্টমস গোয়েন্দাদের সক্রিয় ভূমিকার কারণে চোরাচালান চক্র তা পারেনি।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2