যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইমন স্থানীয় বলি মসজিদ এলাকার মো.জামাল উদ্দিনের ছেলে। তিনি ফার্নিচার দোকানে নকশার কাজ করতেন।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক জানান, রাত সাড়ে ১১টায় বাকলিয়া থানার জইল্লাপাড়া বজ্রঘোনা আট নম্বর গলিতে স্থানীয় ইমন ও আসিফের মধ্যে মারামারি হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ছুরিকাঘাতে আহত ইমনকে মৃত ঘোষণা করা হয়। আসিফ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, আসিফ এলাকায় মাদক ব্যবসা করতো। এক সপ্তাহ আগে তার ব্যবসায় বাধা দিয়েছিল ইমন। এর জের ধরে আসিফের সহযোগী রিয়াদ ইমনের গরু বিক্রির বিষয়ে কথা আছে বলে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: