• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ড্রামের মধ্যে পাওয়া গেলো ঝলসানো মরদেহ

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
ড্রামের মধ্যে পাওয়া গেলো ঝলসানো মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর আটকানো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন ও ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি জিয়া সরণি এলাকার প্রতিবাদী ক্লাব সংলগ্ন খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

যাত্রাবাড়ী থানার এসআই মো. এরশাদ আলম জানান, আমার খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ি জিয়া সরণি রোড এলাকার প্রতিবাদী ক্লাব সংলগ্ন ক্যানেলের পার থেকে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় আমরা এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণও জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের এক পা বিচ্ছিন্ন ও পা থেকে শরীরের বিভিন্ন অংশ ঝলসানো অবস্থায় পাওয়া যায়। ওই ড্রাম থেকে একটি চাদর ও একটি কাঁথা এক টুকরো কাপড় পাওয়া গেছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2