ওসির উপর হামলার ঘটনায় গ্রেফতার ১২

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের বিক্ষোভের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মুজিব আহম্মদ পাটওয়ারী।
গ্রেফতারকৃতদের মধ্য থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওমর ফারুক (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৯) এজাহারনামীয় আসামি। বাকীদেরকে ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে।
বিভি/এসএইচ/এইচকে
মন্তব্য করুন: