৩ দিনেও ধরা পড়েনি
পদ্মা সেতুতে মূত্রত্যাগকারীদের হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা

উদ্বোধনের পরদিন সাধারণ মানুষের পদচারণায় নানা কাণ্ডে দিনভর আলোচনা-সমালোচনায় মুখরিত ছিল সেতু। কেউ নাট-বল্টু খুলে টিকটক করেছে। আবার কেউ সেতুতে গড়াগড়ি খেয়ে টিকটক ভিডিও ধারণ করেছে।
এর মধ্যে যানচলাচলের প্রথম দিনে পদ্মা সেতুতে এক যুবক মূত্রত্যাগ করেছেন। ওই যুবককের মূত্রত্যাগ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। মূত্র ত্যাগ করা ওই যুবককে সেদিন থেকে খুঁজছে পুলিশের একাধিক গোয়েন্দা টিম।
ইতোমধ্যে তিনদিন পার হয়েছে এখনও তার সুনির্দিষ্ট তথ্য পায়নি গোয়েন্দারা। তাকে খুঁজতে সিআইডি, ডিবি, র্যাব ও সিটিটিসি অভিযান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য।
এই বিষয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বলেন, ঘটনার পর থেকে তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সেতুকে নিয়ে উপহাস-ট্রলকারীদের ধরতে সিআইডি, র্যাব, ডিবিসহ গোয়েন্দা ইউনিটগুলোর একাধিক টিম মাঠে কাজ করছে। শিগগিরই ধরা পড়বে তারা। মূত্রত্যাগকারীর কিছু তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি। সেই আলোকে কাজ চলছে।
বিভি/এএন
মন্তব্য করুন: