• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষক হত্যার প্রধান আসামি জিতুকে স্কুল থেকে বহিষ্কার

প্রকাশিত: ১৩:৫২, ১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শিক্ষক হত্যার প্রধান আসামি জিতুকে স্কুল থেকে বহিষ্কার

আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনও কোনো শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়।’

গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে তার মৃত্যু হয়। 

ঘটনার পর জিতু আত্মগোপন করে। ২৮ জুনে তার বাবা মো. উজ্জ্বলকে আটক করে পুলিশ। ২৯ জুন তারিখে জিতু আটক হয় র‌্যাবের হাতে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2