• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্রেফতার এড়াতে ব্লেড দিয়ে নিজের মুখ কাটলেন ছিনতাইকারী ভিক্ষুক!

প্রকাশিত: ১৩:১৩, ১০ জুলাই ২০২২

আপডেট: ১৩:১৫, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গ্রেফতার এড়াতে ব্লেড দিয়ে নিজের মুখ কাটলেন ছিনতাইকারী ভিক্ষুক!

রাজধানীর উত্তরায় চার জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিক্ষুকের ছদ্মবেশে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতার এড়াতে তাদের একজন নিজের মুখ নিজে ব্লেড দিয়ে কাটেন। আরেকজন শরীরে মাখেন মলমূত্র!

গ্রেপ্তার চারজন হলেন- মো. জুয়েল (৩৫), মো.পারভেজ (৩০), সোহাগ হাসান (৩০) এবং মো. অপু (২৫)। শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতাররা ব্যক্তিরা নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করে। তারা 'বাড়ি যাবে, টাকা নেই, কিছু আর্থিক সহযোগিতা দরকার' বলে যাত্রীর কাছ থেকে ভিক্ষা চায়। এরপর সুযোগ বুঝে ছুরির ভয় দেখিয়ে ওই যাত্রীর সব কিছু লুট করে নেয়। 

ওসি মহসীন বলেন, ‘গ্রেফতার চার জন রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। প্রত্যেকে একাধিক মামলার আসামি। তারা প্রথমে টার্গেটকে কিছুটা নির্জন স্থানে সালাম দিয়ে থামায়। এরপর আমি ঢাকায় এসে ব্যাগ হারিয়ে ফেলেছি। বাড়ি যাওয়ার টাকা নেই। কিছু আর্থিক সহযোগিতা করেন। এ ধরনের কথা বলে ভিক্ষা চায়। এসব কথা বলতে বলতে যখন জায়গাটা আরেকটু নির্জন হয় তখন পাশ থেকে অন্য সহযোগীরা চলে আসে এবং ছুরির ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’

একই কায়দায় ছিনতাই করতেই গত রাতে ১১ নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে জড়ো হয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  

এক পর্যায়ে তাদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে! পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। অবশেষে স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2