• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালতে বিচার চাইতে গিয়ে খুন হলেন যুবক

প্রকাশিত: ১৪:৫৬, ২১ জুলাই ২০২২

আপডেট: ১৬:০৫, ২১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
আদালতে বিচার চাইতে গিয়ে খুন হলেন যুবক

ফাইল ছবি

সুনামগঞ্জে জমি-জমার বিরোধের বিচার চাইতে আদালতে এসে প্রতিপক্ষের হামলায় খুন হলেন খোকন মিয়া নামের এক যুবক।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতির সামনের এ চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। নিহত খোকন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের ফটিক মিয়ার ছেলে।

এই ঘটনায় জড়িত তিনজনকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা। আটকৃতরা হলেন- গলাখাই গ্রামের ফয়েজ আহমদ, সাজিদ মিয়া ও সেবুল মিয়া। তবে এ সময় ঘটনায় জড়িত জাহান নামের এক যুবক পুলিশের জিম্মা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলাখাই গ্রামের খোকন মিয়ার সাথে তাকে খুনের ঘটনায় জড়িতদের জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিল। আজ পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী খোকন আদালতে হাজিরা দিতে আসলে দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে খোকনকে একা পেয়ে ফয়েজ, সাজিদ, জাহান ও সেবুল উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। 

বিষয়টি দেখে উপস্থিত আইনজীবী ও তাদের সহকারীরা এগিয়ে গিয়ে তিন জনকে ধরে সমিতিতে আটকে রাখেন। অপর একজনকে পালানোর সময় জনতার হাতে আটক হয়। তাকে আদালত এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্যদের জিম্মায় দিলে সেখান সেখান থেকে ফের পালিয়ে যায় সে।

এ সময় ছুরিকাঘাতে আহত খোকন মিয়াকে আইনজীবীরা হাসপাতালে পাঠালে বেলা ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে আটক তিনজনকে চাকুসহ পুলিশে সোপর্দ করেছেন আইনজীবীরা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, আহত খোকনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে খুনের আলামত হিসেবে ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটিয়ে খতিয়ে দেখে বাকিদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

 

বিভি/এসএইচ/রিসি

মন্তব্য করুন: