• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্তরা থেকে জার্মান নাগরিকের লাশ উদ্ধার 

প্রকাশিত: ০৭:৫৭, ৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
উত্তরা থেকে জার্মান নাগরিকের লাশ উদ্ধার 

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে হোলগার কাউসম্যান (৫৫) নামে এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ। রোববার (৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। তাঁর ঘর থেকে ওষুধের খোসা এবং একটি চিরকুট পাওয়া গেছে যেখানে তিনি হতাশার কথা লিখে গেছেন।

পুলিশ বলছে, হোলগার কাউসম্যান ২০১৪ সালে বাংলাদেশে এসে উত্তরার ৫ নম্বর সেক্টরের ২/বি সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। তিনি ইউরোপ থেকে বাংলাদেশে আসা বিদেশিদের গাইডের কাজ করতেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী গণমাধ্যমকে বলেন, বাসায় জার্মানি নাগরিকের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ইংরেজিতে তাঁর হতাশার কথা লেখা আছে। তিনি লিখেছেন-বুড়ো হয়ে তিনি কারো উপর নির্ভরশীল হতে চান না। যেহেতু পৃথিবী থেকে একদিন যেতেই হবে তাই তিনি চলে যাচ্ছেন।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2