• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

প্রকাশিত: ১৪:৫২, ২ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:১০, ২ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গরু চুরির মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সাভারের ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান। এর আগে ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

আরও পড়ুন: 

বিভি/এসএইচ/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2