আদালত থেকে ২ জেএমবি সদস্যকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা

প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও জেএমবি সদস্য আবু সিদ্দিক ও মইনুলকে ঢাকার আদালতের সামনে থেকে ছিনিয়ে নিয়ে পালিয়েছে অন্য জঙ্গিরা।
রবিবার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তর থেকে ঢাকার সব বিভাগের ডিসি, থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওয়াকিটকিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
তিনি জানান, দুই জঙ্গি পালানোর ঘটনা ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে।
এর আগে, দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
বিভি/এসএইচ/টিটি
মন্তব্য করুন: