• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে মার খেয়ে হাসপাতালে ভর্তি ওসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২০ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:৪১, ২০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে মার খেয়ে হাসপাতালে ভর্তি ওসি

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন আহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আহত ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ২০১৬ সালের ৭ মে আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিলন সরদার জয় লাভ করেন। এরপর থেকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সাহিদ পারভেজের সমর্থকদের সঙ্গে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। ফাসিয়াতলা বাজারে উপস্থিত হলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে মিলন সরদারের সমর্থকরা শাহিদ পারভেজের সমর্থকদের উপর হামলা চালালে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুই নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটেছ। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তবে আহত ওসি শামীম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এসপি আরও জানান, রবিবার বিকেলে ওই বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2