• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ ও ভিডিওধারণ, অবশেষে...

প্রকাশিত: ২০:৫২, ২১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ ও ভিডিওধারণ, অবশেষে...

বায়ে প্রতীকী ছবি। ডানে অভিযুক্ত যুবক সোহেল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক এবং পরে ভয়-ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজে বাধ্য ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তবে ভিডিও ধারণ করেই থেমে থাকেননি ওই যুবক। পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা ও অলঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে পুলিশেরর হাতে পাকড়াও হয়েছে সোহেল রানা (২৯) নামের ওই যুবক।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী থানায়। পর্ণগ্রাফি মামলায় আসবাবপত্র ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) সকালে পুলিশের একটি টীম তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার রিরুদ্ধে গাংনী থানায় একটি পর্ণগ্রাফি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত সোহেল রানা গাংনীর বাজার পাড়ার ইদ্রীস হোসেনের ছেলে। দুপুরে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এক গৃহবধুর সাথে মালামাল কেনা-কাটার সময় সোহেল রানার পরিচয় ঘটে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও প্রেমের ফাঁদে ফেলে ওই গৃহবধুকে একটি বাড়িতে নিয়ে ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে সোহেল। ওই ঘটনা মোবাইল ফোনে ধারণ করে সোহেল ও তার বন্ধুরা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অলংকারসহ অন্তত সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। 

পরে আরো টাকা দাবী করে, তা দিতে অপারগতা প্রকাশ করে গৃহবধূ। এরপর সোহেল ও তার বন্ধুরা ওই আপত্তিকর ভিডিও গৃহবধুর স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এরপর ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করে।

গাংনী থানায় যে মামলাটি দায়ের করে তার নং- ২৯। তারিখ ২১/১২/২২ ইং। এ মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে প্রেরণ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: