• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হুন্ডি ব্যবসায়ীর কাছে মিলল ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা

জাহিদ হাসান (মেহেরপুর)

প্রকাশিত: ২০:৩৯, ১২ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৪৭, ১২ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
হুন্ডি ব্যবসায়ীর কাছে মিলল ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার মার্কিন ডলারসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বুড়িপোতা বিওপি ক্যাম্পস্থ বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

এসময় তার কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার ও ১৭ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করে বিজিবি। 

আটক হুন্ডি ব্যবসায়ী রুবেল হোসেন বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়ার গ্রামের চাঁদ আলীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলো বলেও জানায় বিজিবি। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে চোরাকারবারীকে নবীনগর খাল পাড়া থেকে আটক করা হয়।  

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি বুড়িপোতা কোম্পানী কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খাল পাড়া গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে হুন্ডি ব্যবসায়ী রুবেলকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ইউএস ডলারসহ অর্ধ কোটি টাকা উদ্ধার করে বিজিবি সদস্যরা। টাকাগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়ার সময় আটক হয় এই হুন্ডি ব্যবসায়ী। 

অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক, পিএসসি জানান, মেহেরপুর সদর থানায় একটি অর্থ পাচার আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশি টাকা মেহেরপুর ট্রেজারী অফিসে বিজিবির পক্ষ থেকে জমা দেওয়া হয়।  

বিভি/এজেড

মন্তব্য করুন: