• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

মানিপ্ল্যান্টের দুই পরিচালকসহ আটক ৭, উদ্ধার ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মানিপ্ল্যান্টের দুই পরিচালকসহ আটক ৭, উদ্ধার ৯ কোটি টাকা

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

উত্তরায় দিনদুপুরে ১১ কোটি ২০ লাখ টাকা ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের এ কথা জানান। 

গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, বৃহস্পতিবার সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামান। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিলেন মোট ছয়জন। ছিনতাইকারীরা তাদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যান। চার বক্সে মোট ১১ কোটি ২০ লাখ টাকা ছিল।

ডিবিপ্রধান বলেন, খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত রাজধানীর বিভিন্ন জায়গায় টহল বসানো হয়। বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করেন। একপর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ সাতজকে আটক করা হয়।

টাকা ছিনতাইয়ের ঘটনা পরিকল্পিত জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘মানিপ্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের টাকা আনা-নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেক দিন ধরে ফলো করছিলেন। তবে ছিনতাইকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। এ ঘটনায় আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। মানিপ্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, সাভার ইপিজেডের বুথে নেওয়ার সময় ডাচ্-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য একটি মানিপ্ল্যান্ট কোম্পানি ১১ কোটি ২৫ লাখ টাকা নেওয়ার সময় সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়ে। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা সবগুলো টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। 

এর আগে মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ বাংলাভিশনকে বলে ছিলেন, প্রতিদিনের মতো সকাল সাতটার দিকে সাভার ইপিজেড এলাকার এটিএম বুথগুলোতে নিয়ে যাওয়ার সময় ডাচ্ বাংলা ব্যাংকের প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। গাড়ির চালককে মারধর করে ডাকাতরা মাইক্রোবাসটি কেড়ে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকা থেকে আশুলিয়া মহাসড়কের দিকে নিয়ে যায়। টাকা উদ্ধারের জন্য তুরাগ থানা পুলিশের সহযোগিতা চায় মানিপ্ল্যান্ট। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2