বান্দরবানে কেএনএফ-ইউপিডিএফ গোলাগুলি, নিহত ৮

ফাইল ছবি
বান্দরবানের রোয়াংছড়িতে দুই সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুরুতে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে রোয়াংছড়ির খানতামপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভয়ে কেউ ঘর থেকে বের হননি। সকালে স্থানীয়রা ঘর থেকে বের হলে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায় আলোচিত কেএনএফ এবং ইউপিডিএফের দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। তবে কোনো পক্ষ এ ঘটনার বিষয়টি স্বীকার করেনি। তবে আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ওসি আব্দুল মান্নান।
তিনি জানান, মরদেহ দুর্গম এলাকা থেকে উদ্ধার করে রোয়াংছড়িতে আনা হবে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক কারবারি প্রাণ হারান। এছাড়া আরও বেশ কয়েকবার ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: