• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এতেকাফে বসা যুবককে মসজিদের ভেতরে হত্যা

প্রকাশিত: ০০:০৪, ২২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
এতেকাফে বসা যুবককে মসজিদের ভেতরে হত্যা

নিহত যুবক মাঈন উদ্দিন

এতেকাফে বসার স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মসজিদে এই ঘটনা ঘটেছে। নিহত যুবক মাঈন উদ্দিন, আর অভিযুক্ত মাহিম কাজিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চানপুর বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মাঈন উদ্দিন (২৪) চানপুর এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাতকারী মাহিম কাজিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। মাহিম ওই এলাকার মোস্তফা কাজির ছেলে। দুজনই রমজানের শেষ ১০ দিনের জন্য এতেকাফে বসেছিলেন।

এতেকাফে বসা অন্য দুই ব্যক্তি ও স্বজনরা জানান, ১২ এপ্রিল তিন যুবক ও এক বৃদ্ধ চানপুর বায়তুল আমান জামে মসজিদে এতেকাফে বসেছিল। বুধবার রাতে এতেকাফে বসার স্থান নিয়ে মাহিমের সঙ্গে মাঈন উদ্দিনের বাগবিতণ্ডা হয়। ওই দিন সেহরির পর ফজরের নামাজ পড়ে মাঈন উদ্দিন মসজিদে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে ফল কাটার ছুরি দিয়ে মাঈন উদ্দিনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাহিম।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর ছিদ্দিক জানান, চার জন ২০ রমজান মসজিদে এতেকাফে বসেছিল। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চার জনের মধ্যে একজন মসজিদের ছাদে যায়। মসজিদের ভেতরে মাহিম অবস্থান করছিল। মাঈন উদ্দিনসহ অপর দুজন ঘুমিয়ে থাকার সুযোগে মাহিম ফল কাটার ছুরি দিয়ে মাঈন উদ্দিনকে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়।

মাঈন উদ্দিনের বোন বাদী হয়ে মাহিমকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: