• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পোস্ট অফিসের নাইটগার্ডকে খুন করে দুধর্ষ ডাকাতি

আব্দুর রহিম বগ্রা, বগুড়া

প্রকাশিত: ১৪:২১, ২৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
পোস্ট অফিসের নাইটগার্ডকে খুন করে দুধর্ষ ডাকাতি

পোস্ট অফিসের নাইটগার্ডকে খুন করে দুধর্ষ ডাকাতি

বগুড়ার প্রধান পোস্ট অফিসের নাইটগার্ড প্রশান্ত কুমার আচার্যকে খুন করে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বগুড়া জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থিত প্রধান ডাক ঘরে এই ডাকাতি ও খুনের ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

প্রধান ডাক ঘরের স্টাফরা আজ সোমবার সকালে ডাক ঘরে পৌঁছে দেখেন করিডোরে প্রশান্ত কুমার আচার্যের লাশ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে।

ভোল্ট রুমে তছনছ অবস্থা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে কক্ষে টাকা ও সঞ্চয়পত্র রয়েছে ডাকাত দল সেই ভোল্ট গ্যাস দিয়ে কাটার চিহ্ন দেখতে পয়েছে। 

ভোল্ট থেকে টাকা খোয়া গেছে কি না? এই প্রশ্নে বগুড়া পুলিশ সুপার  সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, তদন্ত না করে এ ব্যাপারে কিছু বলা যাবে না। তবে ডাক ঘরের একটি সূত্রে জানা গেছে। ২০ এপ্রিল ঈদের ছুটির আগে এই ভোল্টে ৪৩ লাখ টাকা জমা ছিল। পুলিশ ডাক ঘরের সিসি টিভির ফুটেজ ও অন্যান্য আলামত জব্দ করেছে। সিসি টিভির ফুটেজে দেখা যায় ডাকাত দল সোমবার রাত ২ টা ১৭ মিনিটে ডাক ঘরে প্রবেশ করেছে। 

ডাকঘর সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার আচার্য বগুড়া প্রধান ডাকঘরের একজন পিওন। প্রকৃত নৈশ্য প্রহরী কাফির অবর্তমানে প্রশান্ত কুমার আচার্য নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করছিল।    

এদিকে পুলিশ নিহত নৈশ্য প্রহরী প্রশান্ত কুমার আচার্যের বড় ভাই বগুড়া প্রধান ডাক ঘরের কর্মচারী গোবিন্দ আচার্যের এই ডাকাতি ও খুনের ঘটনায় কিছু ইঙ্গিতপূর্ন কথা বার্তা শুনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।  

জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, এই ডাকাতি ও খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং রহস্য উদঘাটনে পুলিশের সকল টিম মাঠে নেমেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: