• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন ঘটনার ৯ বছর আজ

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন ঘটনার ৯ বছর আজ

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন ঘটনার ৯ বছর আজ। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র‌্যাব। 

তিন দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকায় এক এক করে সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা থানায় দু'টি মামলা করা হয়। পরবর্তীতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন চাঞ্চল্যকর মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে ৩৩ মাস পর মামলার রায় দেন। 

রায়ে সাবেক কাউন্সিল নূর হোসেন, তারেক সাইদ, আরিফ হোসেন, মাসুদ রানা ও সাবেক র‌্যাব কর্মকর্তাসহ মোট ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে ১০ বছর করে ও আলামত নষ্ট- করার দায়ে আরো ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়। 

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবন যাপন করছে। স্বজনদের দাবি নিম্ন আদালতের রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: