• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির টাকা ছিনতাই, আটক ১

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ মে ২০২৩

ফন্ট সাইজ
এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির টাকা ছিনতাই, আটক ১

কিস্তির টাকা তুলে ফেরার পথে এক এনজিও কর্মীকে কুপিয়েছে কতিপয় যুবক। কুপিয়ে আহত করে এনজিও কর্মীর কাছে থাকা ৯৬ হাজার টাকা ছিনতাই করে পালাই তারা। এরই মধ্যে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ মে) পিরোজপুরের না‌জিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, আহত এন‌জিও কর্মী মো. মুঞ্জুর হোসেন (২৮) তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে। তিনি ‘রিক’ নামের স্থানীয় এক এন‌জিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত।

অন্যদিকে এনজিও কর্মীর উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে নির্মল ঘরামী নামের এক যুবক। আটককৃত নির্মল নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত কর্নধর ঘরামীর ছেলে।

রিক এনজিও নাজিরপুর শাখা ব্যাবস্থাপক মো. সোহেল সরদার জানান, মঞ্জুর হোসেন ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের আসার সময় ঘটনাস্থলে পৌঁছলে কিছু যুবক তার উপর অত‌র্কিত হামলা ক‌রে কুপিয়ে গুরুতর আহত করে । এসময় তার স‌ঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকাসহ স্বর্নের চেইন, মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাকে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। 

পরে গ্রাম পুলিশসহ স্থানীয়রা তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চি‌কিৎসক ডা. দিপা‌ন্বিতা দেবনাথ উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: