• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচির সমাপনী পর্বের পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ১৯:৩৭, ৪ জুলাই ২০২৩

আপডেট: ১৯:৩৮, ৪ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচির সমাপনী পর্বের পুরস্কার ঘোষণা

রাষ্ট্র  মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে ০৪ জুলাই মঙ্গলবার দিলকুশা’ ব্যাংকের প্রধান কার্যালয়ে 'রূপালীব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)' শীর্ষক ক্যাম্পেইনের পঞ্চম এবং শেষ সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। শুরতেই তিনি রেমিট্যান্স প্রেরণকারীদের ঈদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের নানা সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ যেন রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহক দ্রুত ও নিরাপদে পেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক।

ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়ে মঙ্গলবার (০৪ জুলাই) শেষ হল। এই সময়ের মধ্যে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পেয়েছেন লটারি জেতার সুযোগ। পঞ্চম সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। 

লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটরসাইকেল পেয়েছেন চাঁদপুরের রামপুর বাজার শাখার গ্রাহক শরীফুল ইসলাম মালেক, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন মৌলভী বাজারের কুলাউড়া শাখার শামীমা বেগম, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রো ওয়েভ ওভেন পেয়েছেন কুমিল্লার ময়না মতিবাজার শাখার জহির ইসলাম, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন ফেনীর ধলিয়া বাজার শাখার হাবিব আলী হায়দার এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ব্রাক্ষণ বাড়িয়ার নাসির নগর শাখার গ্রাহক মাহমুদা বেগম ।

ইতোমধ্যে অনুষ্ঠিত লটারির পুরস্কার গত ৪ সপ্তাহের বিজয়ীদের হাতে পৌছে দেয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো.হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম,মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2