বাংলাদেশে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তুাব দিল ভারতীয় ব্যবসায়ীরা

ইন্ডিয়ান ব্যবসায়ীরা
বাংলাদেশের জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। রবিবার (৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্স উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।
ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে আমরা বিনিয়োগ করতে চাই। এজন্য আমরা বিভাগীয় শহরগুলো দেখছি। সেখানে পরিকাঠামো গড়ে তুলে ব্যবসার পরিবেশ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে ভারতের ডেসুন হাসপাতালের মালিক সজল দত্ত বলেন, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনাতে আমরা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৮০০ শয্যার হাসপাতাল নির্মাণ করার চিন্তা করছি। পছন্দ মতো জায়গা পেলে আমরা এ কাজ শুরু করব।
এ সময় বাংলাদেশের ব্যবসায়ীরা বলেন, আমরা ভারতে রেডিমেড গার্মেন্টস ব্যবসা বাড়াতে প্রস্তুত। এ ছাড়া আর কোন কোন খাতে বাণিজ্য বাড়ানো যায় সেটা আমরা আলোচনা করে দেখব।
বিভি/এইচএস
মন্তব্য করুন: