২ দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ২২৬ মেট্রিক টন

ফাইল ছবি
চীন ও পাকিস্তান থেকে গত দুই দিনে ২২৬ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানির ফলে পেঁয়াজের বাজার কিছুটা পড়তির দিকে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, রবিবার চট্টগ্রাম বন্দরে চীন থেকে এসেছে ১৬৮ মেট্রিক টন পেঁয়াজ এবং পাকিস্তান থেকে সোমবার এসে পৌঁছেছে ৫৮ মেট্রিক টন। এসব পেঁয়াজ দ্রুত খালাসের অনুমতি দিয়েছে কৃষি অধিদফতরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র।
কৃষি সম্প্রসারণ অধিদফতর আরও জানায়, চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ লাখ ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমতিপত্র-ইম্পোর্ট পারমিট নিয়েছেন আমদানিকারকরা। এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ২ হাজার ৪৯০ মেট্রিক টন। এছাড়া ভারত ও মিয়ামনমার থেকেও স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: