• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের আগে ঝাঁজ বাড়লো মসলার, কমেছে মাছ ও মুরগির দাম

প্রকাশিত: ১৫:৪২, ১৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
ঈদের আগে ঝাঁজ বাড়লো মসলার, কমেছে মাছ ও মুরগির দাম

কুরবানির ঈদ সামনে রেখে আবারও অস্থিতিশীল মসলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মসলার দাম আবারও আকাশচুম্বী। তবে স্বস্তি ফিরছে মাছ, মুরগি আর চালের বাজারে। 

কোনো উপলক্ষ এলেই অতি প্রয়োজনীয় পণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয় পাইকারি এমনকি খুচরা ব্যবসায়ীরাও- এটিই যেন দেশে চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এলাচ, লবঙ্গ, গরম মশলা, আদাসহ মাংস রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। 

সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। দশদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১ হাজার টাকা। আদা বেড়েছে ৬০ টাকা। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ৮৫ টাকার নিচে মিলছে রান্নার অপরিহার্য এ পণ্যটি। রসুন কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম । 

তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেলো সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। 

মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা। এক সপ্তাহে ব্রয়লার মুরগিতে কেজিতে কমেছে ২০ টাকা পর্যন্ত। ১৯০ থেকে ২০০ টাকাতে মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতেও। 

তবে কিছু সবজির দাম পঞ্চাশের মধ্যে থাকলেও অনেক সবজিই এখনো নিম্ন ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2