• NEWS PORTAL

  • রবিবার, ৩০ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড, বাড়ছে চাপ

প্রকাশিত: ২১:০২, ২৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড, বাড়ছে চাপ

মেগা প্রকল্পের আসল পরিশোধের জেরে গত ১১ মাসে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড ৩ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি হালনাগাদ প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন বলছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে মোট ঋণ পরিশোধ করেছে ৩ দশমিক শূন্য ছয় আট বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ২ দশমিক চার ছয় সাত বিলিয়ন ডলার। 

ইআরডি জানায়, গত অর্থবছর থেকেই বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে। আগামী অর্থবছরগুলোতে পরিশোধের পরিমাণ ক্রমান্বয়েই বাড়বে। অন্যদিকে বাংলাদেশকে বাজারভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: