• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বড় কোনো সংশোধনী ছাড়াই পাস হলো অর্থবিল; থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

প্রকাশিত: ২২:৩৬, ২৯ জুন ২০২৪

আপডেট: ২২:৩৭, ২৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
বড় কোনো সংশোধনী ছাড়াই পাস হলো অর্থবিল; থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো ২০২৪ -২৫ অর্থবছরের অর্থ বিল। সংসদের ভেতরে-বাইরে নানা মহলে আলোচনা-সমালোচনা হলেও ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলো।

এছাড়া ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা থাকছে ২৫ শতাংশ। দেশি-বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আশা, আসছে বাজেটে সম্ভব হবে প্রত্যাশিত রাজস্ব আহরণ।

শনিবার (২৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিল পাসের প্রস্তাব উত্থাপন করলেও তা কণ্ঠভোটে পাস হয়। রবিবার (৩০ জুন) সংসদে প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হবে।

এর আগে অর্থবিলের ওপর কয়েকজন সদস্য আলোচনায় অংশ নেন ও  প্রস্তাব দেন সংশোধনীর।  অর্থমন্ত্রী বলেন, বাজেট সরকার নির্বাচনি ইস্তেহারকে লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। দাবি করে, জিডিপি লক্ষ্য অর্জন হবে, নেমে আসবে মূল্যস্ফীতিও। 

এদিকে, বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের  অর্থনীতি সংকটের মধ্যে, প্রস্তাবিত বাজেট গতানুগতিক। 

দেশের অর্থনীতি নিম্নগামী। উত্তরণতো দূরের কথা, অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলেন  জাতীয় পার্টির চেয়ারম্যান। 

বিভি/রিসি

মন্তব্য করুন: